বাঙলা কলেজ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেধক,ভোলা বার্তা ।।
গাজীপুরে অনুষ্ঠিত হলো ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদ বাংলা কলেজের বার্ষিক বনভোজন। শনিবার ৯ মার্চ গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ সংলগ্ন মিডলাইন ফ্যাশান রিসোর্ট সেন্টারে ওই বনভোজনের আয়োজন করে ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদ বাংলা কলেজ। বনভোজনে দিনব্যাপী ছিলো বিভিন্ন ধরনের খেলাধুলা।
শেষ বিকেলে ছিলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিশেষে লাকি কুপন ড্র। উক্ত বনভোজনে ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের আহবায়ক, মোঃ মনির হোসেনের সভাপতিত্বে, সরকারী বাংলা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ শাহরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিডলাইন ফ্যাশান লিমিটেড রিসোর্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, কে.এম.মাইনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবু সাইদ রাজু,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাকসুদ রানা মিঠু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মফিজুল ইসলাম, সরকারী বাংলা কলেজের সাবেক সহ-সভাপতি,মাইনুদ্দিন বাবুসহ আরো অনেকে।
এসময় ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।