ভোলার দুলার হাটে বিদ্যুৎস্পৃষ্টে নিহত -১

শাহাবুদ্দিন আহমেদ , দুলারহাট প্রতিনিধি।।
চরফ্যাশনের দুলার হাটে আজ(২৭ ফেব্রুয়ারি) বুধবার জোহরের আজান দিতে এসে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত হন।নিহতের বাড়ী চরফ্যাশন উপজেলার ওসমানগন্জ ০৩ ওয়ার্ডে।
সুত্র জানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ মনির হোসেন (৩৫) এর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নীলকমল কাশেম চেয়ারম্যান বাড়ির দরজার ইসলামী ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক ছিলেন।
চরফ্যাশন ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার ইকরামুল ইসলাম বলেন, জোহরের আজানের সময় বিদ্যুৎস্পৃষ্টের সংবাদ পেয়েছি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম, এনামুল হক বলেন, ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ তার পড়ে যায়। বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে বুধবার জোহরের আজান দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন মারা যান।