ভোলায় বসেছে ভ্রাম্যমাণ ফুলের দোকান

পহেলা ফাল্গুন ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভোলার বিনোদন স্পট, মার্কেটের সামনে ও রাস্তার মোড়গুলোতে ফুলের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা।
এসব ফুল ব্যবসায় জড়িত অনেক উদ্যোক্তারাই তরুণ। তারা অধিকাংশই কলেজ শিক্ষার্থী।
বসন্ত দিবস ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে লাভের আশায় তারা ফুলের পসরা সাজিয়ে বসেছে। ভোলার বিনোদন স্পট, মার্কেটের সামনে ও রাস্তার মোড়গুলোতে দেখা যাচ্ছে এসব ভ্রাম্যমাণ ফুলের দোকান। পুজি সল্প তবে লাভের অঙ্ক মোটেও স্বল্প নয়।
ভ্রাম্যমাণ এসব ফুলের দোকানিরা জানান- প্রতিবছর আমরা বন্ধুরা মিলে অল্প অল্প করে প্রত্যেকে পুঁজি দিয়ে এই ফুলের ব্যবসা দেই। লাভের আশায় নয় বরং আমরা মজা করার জন্যই দেই। তবে মোটামুটি লাভের মুখই দেখি আমরা। যা দিয়ে আমাদের হাত খরচ ও লেখাপড়ার খরচও মিটে কিছুটা।