ভোলায় উপজেলা নির্বাচনে তিন প্রার্থীর নাম ঘোষণা

ভোলা বার্তা, ভোলা সদর প্রতিনিধি ।।
ভোলা সদর উপজেলায় মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
তারা হলেন চেয়ারম্যান পদে মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা বেগম।
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় শহরের ওবায়েদুল হক বাবুল মোল্লা কলেজ মাঠে ইউপি আওয়ামী লীগ এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতামত নিয়ে এই প্রার্থী ঘোষণা করা হয়। বর্তমান উপজেলা পরিষদকে আবারো তৃণমূলের মতামতের ভিত্তিতে তাদের নাম কেন্দ্র পাঠানো হবে বলে জানানো হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ, সহ-সভাপতি মজিবুল হক, যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মো.শফিকুল ইসলাম, জেলা সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
এছাড়া সভায় তৃণমূলের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা উপজেলা নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করার আহবান জানান।