ভোলার দুলারহাটে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯পালিত।

এস রহমান সোহেল স্টাফ রিপোর্টারঃ  ভোলা চরফ্যাশন উপজেলায় দুলারহাট থানা প্রশাসনের উদ্যোগে আজ (২৭জানুয়ারী) রবিবার সকাল ১০টায় পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন শ্লোগানে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উদ্বোধন করা হয়েছে।

২৭ শে জানুয়ারী থেকে ২রা ফেব্রুয়ারী পর্যন্ত এই পুলিশ সেবা সপ্তাহ পালিত হবে। পুলিশ সেবা সপ্তাহ পালন উপলক্ষে থানা প্রশাসনের সামনে থেকে এক বণার্ঢ্য র‌্যালী দুলার হাট থানার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় থানা সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সহকারী অফিসার নওরোজ আলী, দুলারহাট প্রেসক্লাব সভাপতি ও নুরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান, নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান আলমগির হোসেন হাং, দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজের সহ অধ্যাপক আবুল কালাম আজাদ, সাংবাদিক আমির হোসেন,দুলারহাট বাজার ব্যবসায়ী আব্বাস সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বাজার ব্যাবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, পুলিশ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.