আজ শনিবার ভোলায় ‘ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন দিবস

ভোলায় শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আগামি শনিবার ১৯ জানুয়ারি জেলায় মোট ১৭৮৯টি কেন্দ্রে বিনামূল্যে ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (১৬ জানুয়ারি) সকালে ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এসময় সিভিল সার্জন ডা রথীন্দ্র নাথ মজুমদার জানান, এবার জেলায় মোট ১৭৮৯টি কেন্দ্রে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১৯ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার শিশুকে ১টি নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪২ হাজার ২৯৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।