লালমোহনে বিএনপি ৪ নেতা-কর্মী আটক

ভোলা বার্তা, লালমোহনে প্রতিনিধি
লালমোহনে ইউনিয়ন বিএনপির সম্পাদকসহ ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর লর্ডহার্ডিঞ্জ বাজার থেকে ওই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন ডিলারকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে কোন মামলা না থাকলেও তাকে গ্রেফতার করা হয়েছে বলে ছেলে মিজান জানান।
এর আগে জুমার নামাজের সময় মেজর হাফিজের বাসা সংলগ্ন মসজিদ এলাকা থেকে পৌরসভার ৬নং ওয়ার্ড গুচ্চগ্রামের বিএনপি কর্মী ইউসুফ, ৮নং ওয়ার্ডের মোঃ সোহাগ ও লালমোহন ইউনিয়নের কবির মাতাব্বরকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের থানা হাজতে রাখা হয়েছে।