বিএনপির জনবিচ্ছিন্ন প্রার্থীরা ঢাকায় বসে বিবৃতি দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী তোফায়েল

হাওলাদার সোহাগ ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির নেতারা বিএনপির প্রার্থীরা জনবিচ্ছিন্ন। তারা জনরোষের ভয়ে এলাকায় না গিয়ে ঢাকায় বসে বিবৃতি দিচ্ছে। আজ বৃহস্পতিবার বিকালে ভোলা সদর উপজেলার জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১০ বছর ধরে বিএনপি প্রর্থীরা তাদের নির্বাচনী এলাকায় ছিল না। কিন্তু আমরা যখন বিরোধী দলে ছিলাম তখনও আমরা নিয়মিত এলাকায় এসেছি। ভোলাসহ সারা দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মেহনতি মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। আন্তর্জাতিক বিশে^ মর্যাদাশীল নেতা হয়েছেন। তাকে মানবতার মা বলা হয়। তাই দেশবাসী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী ৩০ ডিসেম্বর আবার মানুষ আওয়ামী লীগকে বিজয়ী করবে।
এদিকে পথসভার শুরুতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হাতে ফুল দিয়ে বিএনপি ও বিজেপির প্রায় দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে।
পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছগির আহমেদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.