অবশেষে ভোলা-১ এ বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর

নিজস্ব প্রতিবেদক, ভোলা বার্তা । । অবশেষে ভোলা-১ সদর আসনে বিএনপির প্রার্থী হলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর। প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থসহ বিএনপি জোটের ৭ প্রার্থী। এই আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন বিজেপি প্রার্থী রেবা রহমান। এ ছাড়া ভোলা-২ আসন থেকে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম মমিন ও মারুফ ইব্রাহিম আকাশ। ভোলা-৩ আসন থেকে বিএনপি প্রার্থী কামাল হোসেন এবং ভোলা-৪ থেকে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন রবিবার জেলা রিটানিং অফিসারের কাছে স্ব-স্ব মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দিয়েছেন। ফলে ভোলা-১ সদর আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা-২ ( বোরহানউদ্দিন ও দৌলতখান ) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি আলী আজম মুকুলের সাথে বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান হেভিওয়েট প্রার্থী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ এবং ভোলা-৪ আসনে আওয়ামী লীগের পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সাথে বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলম লড়ছেন।
এ ছাড়া ভোলা সদর আসনে ভোটের লড়াইয়ে রয়েছেন মাওলানা ইয়াছিন নবীপুরী ( ইসলামী শাসনন্ত্র ), কেফায়েতুল্লাহ নজিব (জাপা ), ওবায়দুর রহমান (ইসলামী শাসনন্ত্র), মাওলানা মোসলেহ উদ্দিন (ইসলামী শাসনতন্ত্র ), নুরুন্নবী সুমন (জাপা), মাওলানা মহিবুল্লাহ (ইসলামী শাসনতন্ত্র)