ইবনে তাইমিয়া

মুসলিম ধর্মতাত্ত্বিক

তাকিউদ্দিন আহমদ ইবনে তাইমিয়া (জন্ম:২২ জানুয়ারি ১২৬৩-মৃত্যু:২০ সেপ্টেম্বর ১৩২৮), পূর্ণ নাম: তাকিউদ্দিন আবুল আব্বাস আহমাদ ইবনে আবদুল হালিম ইবনে আবদুস সালাম ইবনে আব্দুল্লাহ ইবনে আবুল কাশেম ইবনে মুহাম্মাদ ইবনে তাইমিয়া আল হারানি (আরবিتقي الدين أبو العباس أحمد بن عبد الحليم بن عبد السلام بن عبد الله ابن تيمية الحراني‎‎) ছিলেন একজন সালাফি ইসলামি পন্ডিত, দার্শনিক, ধর্মতাত্ত্বিক ও যুক্তিবিদ। মঙ্গোল আক্রমণের সময় তিনি জীবিত ছিলেন। তিনি ইসলামি আইনের ক্ষেত্রে হাম্বলি মাজহাবের অনুসারী ছিলেন। ইবনে কুদামার পাশাপাশি তার অনুসারীরা তাকে হাম্বলি মাজহাবের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবক্তা হিসেবে গণ্য করেন। তাদের দুজনকে একত্রে “দুই শাইখ” ও ইবনে তাইমিয়াকে আলাদাভাবে শাইখুল ইসলাম বলে সম্বোধন করা হয়।[৫][৬] ইবনে তাইমিয়া কুরআন ও সুন্নাহর প্রাথমিক যুগের ব্যাখ্যাকে গ্রহণ করার পক্ষাপাতি ছিলেন। ওয়াহাবিবাদসালাফিবাদ ও জিহাদপন্থার উপর তার ব্যাপক প্রভাব রয়েছে।[৭]মঙ্গোলদের বিরুদ্ধে জিহাদের ফতোয়ার কারণে তিনি বেশি আলোচিত। মোঙ্গলরা এসময় ইসলাম গ্রহণ করলেও শরিয়ার অনুসরণ না করায় তিনি তাদের অমুসলিম হিসেবে ঘোষণা দিয়েছিলেন।[৮] গ্রন্থ রচনা:তিনি ৫০০ এর অধিক গ্রন্থ রচনা করেছেন। তবে ড: সিরাজুল হক তাঁর ২৫৬টি গ্রন্থের নাম উল্লেখ করেছেন। “আল-জাওয়াবুস সহীহ লিমান বাদালা দ্বীনিল মাসিহ ” ধর্ম তত্ত্বের উপর তার লিখিত গ্রন্থ।

উলামাইসলামি দার্শনিক
আহমদ ইবনে তাইমিয়া
تخطيط كلمة ابن تيمية.png
উপাধি শাইখুল ইসলাম
জন্ম ১০ রবিউল আওয়াল৬৬১ হিজরি, বাঁ
২২ জানুয়ারি ১২৬৩ খ্রিষ্টাব্দ[১]
মৃত্যু ২০ জিলকদ ৭২৮ হিজরি, বা
২৬ সেপ্টেম্বর, ১৩২৮ (বয়স ৬৪–৬৫)[২]
দামেস্ক[১]
যুগ মধ্য যুগ
অঞ্চল মধ্যপ্রাচ্যের পন্ডিত
সম্প্রদায় সুন্নি ইসলাম
মাজহাব হাম্বলি
শাখা আসারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.