ভোলায় আন্তর্জাতিক ভলেন্টিয়ার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ভোলা বার্তা । ভোলায় আর্ন্তজাতিক ভলান্টিয়ার দিবস পালিত হয়েছে। ভোলা রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনে দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার সকালে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা প্রেস ক্লাব থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রেড ক্রিসেন্ট ভোলা জেলা ইউনিটের যুব প্রধান আদিল হোসেন তপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা চেম্বর অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম। এসময় বক্তারা বলেন, দেশের জনশক্তির এক তৃতীয়াংশ যুবক, এদেরকে শক্তিতে পরিণত করতে হবে। সেবক হিসেবে যুবকদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তথ্যই শক্তি এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুবকরা দেশকে আরও সুন্দর করতে কাজ করবে। দেশের প্রয়োজনে যুবকরা সংগঠিত হয়ে যে কোনো দুর্যোগ মোকাবেলা করবে।
উল্লেখ্য,১৯৮৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমতি পাওয়া আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস প্রতি বছর ৫ ডিসেম্বর পালন করা হয়ে থাকে।