জেলেদের জালে ৪৭ কেজির কচ্ছপ

জুয়েল সাহা । ভোলার তুলাতলি এলাকার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ওজনের বিড়ল প্রজাতির কচ্ছপ। প্রাণি বিশেষজ্ঞদের ধারণ এর বয়স প্রায় ৩ শ’ বছর হবে। বুধবার বিকালে কচ্চপটি উদ্ধারের পর বৃহস্পতিবার তা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়। জেলেরা জানান, বুধবার বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে স্থানীয় জেলে আবু সাঈদের জালে এই কচ্ছপটি ধরা পড়ে। এদিকে, বিড়ল প্রজাতির কচ্ছপ ধরা পড়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ভিড় জমায় কচ্ছপটিকে দেখতে। ভোলার বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া জানান, এটি একটি বিড়ল প্রজাতির কচ্ছপ। জেলে ওই কচ্ছপটিকে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বনবিভাগ কচ্ছপটিকে উদ্ধার করে ভোলার দক্ষিণে সাগরের মোহনায় অবমুক্ত করা হয়।
ভোলা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ মোয়েন মিয়া বলেন, এ বিড়ল প্রজাতির কচ্ছপগুলো বেশিরভাগ সাগরে থাকে তবে কিছু কিছু নদীতেও বসবাস করে । এসব কচ্ছপ ১৩ প্রজাতির হয়ে থাকে। এ মওসুমে কচ্ছপগুলো ডিম পারার জন্য নদী বা সাগরের তীরে উঠে থাকে।