শ্রমবাজার উন্মুক্তকরণে মালয়েশিয়ার প্রতিনিধিদল ঢাকায় আসছে

ভোলা বার্তা, মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণে ৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল ঢাকায় আসছে মঙ্গলবার।

বুধবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে দ্বিতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক সফল করার লক্ষ্যে হাইকমিশনার মহ.শহীদুল ইসলাম ও শ্রম কাউন্সিলর, অতিরিক্ত সচিব মো. সায়েদুল ইসলাম বাংলাদেশে অবস্থান করছেন।

এদিকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় মালয়েশিয়ায় শ্রমবাজার চালু সংক্রান্ত যাবতীয় বিষয়াদি গুরুত্ব পাবে বলে প্রবাসী মন্ত্রণালয় ও মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের পলিসি বিভাগের আন্ডার সেক্রেটারি এমডিএম. বেট্টী হাসানের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হচ্ছেন, মালয়েশিয়ার পেনিনস্যুলার ডিপার্টমেন্টের উপপরিচালক জেনারেল (অপারেশন) আসরি এ বি রহমান, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট ডিভিশনের আন্ডার সেক্রেটারি জমরি মত জিন, হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের লিগ্যাল ডিভিশনের লিগ্যাল অ্যাডভাইজর মো. নওয়ায়ী ইসমাইল, হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের পলিসি ডিভিশনের সহকারী সচিব শাহাবুদ্দিন আবু বকর ও মালয়েশিয়ার পেনিনস্যুলার ডিপার্টমেন্টের সিনিয়র সহকারী পরিচালক নওরলিয়া আনাক জওয়র।

মঙ্গলবার বেলা ২টায় প্রবাসী মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী সচিব রৌনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় মালয়েশিয়ার আগত প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার নিয়ে কী কী আলোচনা হবে সে বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

সফররত মালয়েশিয়ার প্রতিনিধিদল মঙ্গলবার প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গেও বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। প্রবাসীমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হলে কোনো প্রকার সিন্ডিকেটের মাধ্যমে কর্মী যাবে না। সব বৈধ রিক্রুটিং এজেন্সিই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ পাবে।

এদিকে ১০ রিক্রুটিং এজেন্সির স্বত্বাধিকারীর রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্ট ডিভিশন এক রায়ে মালয়েশিয়াসহ সব দেশে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো জনশক্তি রফতানির সুযোগ দেয়ার আদেশ জারি করেছেন। আদালত মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ১০ সিন্ডিকেটের বিরুদ্ধে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি করে তদন্ত করে ৬ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে নিদের্শ দিয়েছেন। ব্যারিস্টার রাশনা ইমাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অপর দিকে সোমবার বায়রায় ইসির সভা শেষে সংগঠনের সভাপতি বেনজীর আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল প্রবাসী সচিব রৌনক জাহানের সঙ্গে দেখা করে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সুযোগ দেয়ার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.