চরফ্যাসনে অতিরিক্ত জেলা ও দ্বায়রা জজ আদালত বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর জেলা আইনজীবী সমিতির স্মারকলিপি

ভোলা বার্তা , ভোলা জেলার নবসৃজিত অতিরিক্ত জেলা ও দ্বায়রা জজ আদালত জেলা সদর থেকে চরফ্যাসন উপজেলায় স্থানান্তরের আদেশ বাতিলের দাবীতে দাবিতে প্রতিবাদ মিছিল, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ভোলা জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান শাজাহান ও সাধারন সম্পাদক জিপি আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন নুরনবীর নেতৃত্বে ভোলা জেলা ও দ্বায়রা জজ আদালতের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় আইনজীবিরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেণ। পরে জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় ভোলা জেলা পিপি এ্যাড. সৈয়দ আশরাফ হোসেন লাভু, সাবেক পিপি ও জিপি এ্যাড. জুলফিকার আহমদ, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাড. গোলাম মোর্শেদ তালুকদার কিরণ, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি, এ্যাড. মো: শাজাহান, এ্যাডভোকেট অতিন্দ্র লাল ব্যানার্জী, এ্যাড. মাহাবুবুল হক লিটু, আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ মশিউর রহমান মুরাদ, এ্যাড. সোয়েব হোসেন মামুন, এ্যাডভোকেট মাহাবুব আলম, এ্যাডভোকেট সাহাদাত শাহিন, এ্যাড জান্নাতুল ফেরদাউস, এ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ, এ্যাডভোকেট পলাশ চন্দ্র সহ ভোলা জেলা বারের অন্যান্য আইনজীবিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচীর অংশ হিসেবে আগামী রবিবার ভোলা জেলার সকল আদালত বর্জন কর্মসূচী পালিত হবে। এরপরেও দাবী আদায় না হলে হরতাল সহ আরো কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে আইনজীবী নেতৃবৃন্দ জানান।