লালমোহনে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করতে বাড়ি বাড়ি ইউএনও

নিজস্ব প্রতিবেদক,ভোলা বার্তা
ভোলার লালমোহনে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করতে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন তিনি।
এবছর লালমোহন উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ৩৫৬ টনধান ক্রয় করা হবে বলে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এস.এম শাহাবুদ্দিন, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা অপূর্ব কুমার দাস, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. জলিল সিকদার প্রমুখ।