চরফ্যাশনে উপজেলা চেয়ারম্যানসহ ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শাহাবুদ্দিন আহমেদ, ভোলা বার্তা।
চরফ্যাশনে চেয়ারম্যানসহ ৩জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার চরফ্যাশনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ১জন, জাতীয় পার্টি থেকে ১জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়পত্র দাখিল করেছেন। তার মধ্যে উপজেলা জাতীয় পাটির প্রার্থী এম মনিরুজ্জামান শহিদের প্রস্তাবকারীর সই স্বাক্ষর জাল করার অভিযোগে নির্বাচন অফিস তার মনোনয়নপত্র বাতিল করেছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন আখন বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিসার রফিকুল ইসলাম বলেন, জাতীয় পার্টীর প্রার্থীর প্রস্তাবকারী সরাসরি লিখিত অভিযোগ করেছেন, তিনি জাতীয় পাটির প্রার্থীর মনোনয়নপত্রে সই স্বাক্ষর করেননি। তাই তার মনোনয়নপত্র যাঁচাই বাছাইতে অবৈধ ঘোষণা করা হয়েছে। আর কোন প্রার্থী না থাকায় এবং ১৩ মার্চ মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত জাতীয় পাটির প্রার্থী মনিরুজ্জান শহিদ আপিল না করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন আখন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এ ছড়াও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি সাইদুর রহমান স্বপন প্রত্যাহার করেছেন তাই সাবেক ভাইস চেয়ারম্যান ছাদেক মিয়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। মহিলার ২প্রার্থী নাছিমা আক্তার ও আমেনা বেগমের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাই মহিলা ভাইস চেয়ারম্যা…